SBI Bank Recruitment














রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। ৮ হাজারের বেশি শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সংশ্লিষ্ট পদগুলিতে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।






Employment No.- CRPD/CR/2023-24/27





পদের নাম- Junior Associate (Clerk)




মোট শূন্যপদ- ৮২৮৩ টি। (UR- ৩৫১৫ টি, EWS- ৮১৭ টি, OBC- ১৯১৯ টি, SC- ১২৮৪ টি, ST- ৭৪৮ টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।




মাসিক বেতন- ১৯,৯০০/- মাসিক বেতন সহ অন্যান্য ভাতা।



বয়সসীমা- সংশ্লিষ্ট পদে ২০ থেকে ২৮ বছরের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।




আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি জানাতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে প্রথমে নিজের রেজিস্ট্রেশান সম্পন্ন করতে হবে। সমস্ত তথ্য নির্ভুল ভাবে পূরণ করার পর আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নিতে হবে।




আবেদন ফি- তপশিলি জাতি এবং উপজাতির চাকরিপ্রার্থী বাদে বাকি চাকরিপ্রার্থীদের এককালিন ৭৫০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।




আবেদনের শেষ তারিখ- ৭ ডিসেম্বর, ২০২৩।








Apply Now 👇👇👇








Thanks & Regards
Subhajit Biswas 
S&S Solution Unit 

Comments

Popular posts from this blog

WFH Job Vacancy 2023

Business Idea

Get Best Prize New Desktops