Friday, April 14, 2023

hospital Job















রাজ্যের হাসপাতালে ট্রেনিং দিয়ে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন, WB Hospital Recruitment







পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পাস ছেলে-মেয়েদের জন্য রাজ্যের হাসপাতালে চাকরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। এখানে ট্রেনিং নিয়ে চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন। আর এই ট্রেনিং নেওয়ার জন্য প্রথমে আবেদন করতে হবে। আজকের এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন পশ্চিমবঙ্গের হাসপাতালে চাকরি পাওয়ার জন্য যে ট্রেনিং দেয়া হচ্ছে। সেই ট্রেনিংয়ে কি কি সুবিধা পাবেন, কারা এ ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি, সিলেকশন পদ্ধতি সবকিছু জেনে নিয়ে আবেদন করুন।








পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নামে একটি পোর্টাল চালু করেছিল এবং এই পোর্টালের মাধ্যমে যুবশ্রী দের ভাতা দেওয়া হয়। আর এই পোর্টালের মাধ্যমেই সময়ের সময়ে নতুন নতুন ট্রেনিং এবং চাকরির আপডেট সকলের উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে। তেমনি এখানে এই ট্রেনিং এর বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। আর এখানে বিভিন্ন ট্রেনিং করছে ভর্তি জন্য আবেদন শুরু হয়েছে যে ট্রেনিংগুলি আপনি নিয়ে কোর্সটি কমপ্লিট করার পরে হাসপাতালে চাকরি পেতে পারেন।








পদের নাম এবং মোট শূন্যপদ: হসপিটাল টেকনিশিয়ান, হসপিটাল এক্সিকিউটিভ সহ সব পদ মিলিয়ে মোট শূন্যপদ ১২০ টি। 






শিক্ষাগত যোগ্যতা: টেকনিশিয়ান পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 
এক্সিকিউটিভ পদের জন্য গ্রাজুয়েশন পাশ হতে হবে। 







আবেদনের বয়স: পশ্চিমবঙ্গে হাসপাতালে ট্রেনিং দিয়ে চাকরি নেওয়ার জন্য যে আবেদন চলছে এখানে আবেদন করার জন্য ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। CII MEDHA SKILL INSTITUTE এই তরফ থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাই তাদের অফিসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 










Official Notification Link












Thanks & Regards 
Subhajit Biswas
S&S Solution Unit 

No comments:

Post a Comment

Job Vacancy

#FREE_JOB #FREE_PLACEMENT #URGENT_JOINING #বিনামূল্যে চাকরি, কোনো চার্জ নেই !!!!!!   আমরা কোনো প্রার্থীর কাছ থেকে চার্জ নেব না *...