রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | রাজ্যে কলকাতা পুলিশে নতুন কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ হতে চলেছে | যেখানে প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কিভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন তা নিচে আলোচনা করা হয়েছে - - -
Post Name & Eligibility Criteria :-
পদের নাম :- কনস্টেবল ও লেডি কনস্টেবল
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |
বয়স :- আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |
শূন্যপদ :- মোট 1600+ শূন্যপদে নিয়োগ করানো হবে | তবে এই শূন্যপদ পরবর্তীতে বাড়তেও পারে |
বেতন :- কনস্টেবল পদের ক্ষেত্রে প্রতি মাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা বেতন দেওয়া হবে |
নিয়োগ পদ্ধতি :-
১) Preliminary Exam
২) Physical Measurement Test (PMT)
৩) Physical Efficiency Test (PET)
৪) Main Exam
৫) Interview
৬) Medical Exam
৭) Verification of Character & Antecedent
শারীরিক মাপযোগ :-
ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেমি (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ১৬০ সেমি) এবং বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি হতে হবে |
ছেলেদের ক্ষেত্রে ১৬০০ মিটার দৌড় থাকবে, যার সময়সীমা থাকবে ৬ মিনিট ৩০ সেকেন্ড |
মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ১৫২ সেমি) |
আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে |
আবেদন শুরু :- আগামী ২৯শে মে ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে | আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন |
Thanks & Regards
Subhajit Biswas
S&S Solution Unit
No comments:
Post a Comment