Wb Madhyamik History Suggestion 2022| মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022
MCQ & SAQ Question
1ST (👇)
1- জীবনের ঝরাপাতা লিখেছিলেন—
(A) সরলাদেবী
(B) শরৎকুমারী
(C) স্বর্ণকুমারী
(D) জ্ঞানদানন্দিনী
Ans: (A) সরলাদেবী
2- ভারতে বিজ্ঞানচর্চার পথিকৃৎ হলেন –
(A) প্রফুল্লচন্দ্র রায়
(B) এ.পি.জে আব্দুল কালাম
(C) জগদীশচন্দ্র বসু
(D) রাধাগোবিন্দ কর
Ans: (A) প্রফুল্লচন্দ্র রায়
3- কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো
(A) অর্থশাস্ত্র
(B) রাজতরঙ্গিণী
(C) মনসামঙ্গল
(D) রামচরিত
Ans: (B) রাজতরঙ্গিণী
4- ফ্রান্সের ‘ অ্যানাল স্কুল ’ গঠনের সঙ্গে যুক্ত ছিলেন –
(A) টমসন
(B) ফার্নান্দ ব্রদেল
(C) ডালহৌসি
(D) মেকলে
Ans: (B) ফার্নান্দ ব্রদেল
5- ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেছেন –
(A) ড . রণজিৎ গুহ
(B) প্রকাশ মজুমদার
(C) রোমিলা থাপার
(D) ইরফান হাবিব
Ans: (A) ড . রণজিৎ গুহ
6- সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে তৈরি করে –
(A) অরণ্য আইন
(B) সামন্ত আইন
(C) জমিদার আইন
(D) মহাজন আইন
Ans: (A) অরণ্য আইন
7-বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম—
(A) দিগ্দর্শন
(B) সমাচার দর্পণ
(C) বঙ্গদর্শন
(D) সোমপ্রকাশ
Ans: (A) দিগ্দর্শন
8-কার আমলে ভারতে রেলপথ সম্প্রসারিত হয়েছিল ?
(A) লর্ড ময়রার আমলে
(B) লর্ড ডালহৌসির আমলে
(C) লর্ড ক্যানিং – এর আমলে
(D) লর্ড এলেনবরা – র আমলে ।
Ans: (B) লর্ড ডালহৌসির আমলে
9-কবে ভারতে চিত্রশিল্পের যাত্রা শুরু হয়েছিল ?
(A) ১৮৪০ খ্রিস্টাব্দে
(B) ১৮৪৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৫০ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৫ খ্রিস্টাব্দে ।
Ans: (C) ১৮৫০ খ্রিস্টাব্দে
10-পৃথিবীতে প্রথম কোথায় পোলিস বা নগর – রাষ্ট্র গড়ে ওঠে
(A) রোমে
(B) ইংল্যান্ডে
(C) চিনে
(D) গ্রিসে ।
Ans: (D) গ্রিসে ।
11-ভারতের প্রথম শবব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ?
Ans: ভারতের প্রথম শবব্যবচ্ছেদকারী চিকিৎসক মধুসূদন গুপ্ত ।
12-ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?
Ans: ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গাঙ্গুলি ।
13- নবান্ন ‘ নাটক কে রচনা করেন ?
Ans: বিজন ভট্টাচার্য ।
14-ভারতমাতা ছবিটি কার আঁকা ?
Ans: অবনীন্দ্রনাথ ঠাকুরের ।
15- মাদ্রাজ মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় ?
Ans: 1835 খ্রিস্টাব্দে ।
16- জীবনের ঝরাপাতা ‘ প্রথমে কোন পত্রিকায় ছাপা হয় ?
Ans: ‘ দেশ ’ নামক সাপ্তাহিক পত্রিকায় ।
17-ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা কে শুরু করেন ?
Ans: রণজিৎ গুহ এবং পার্থ চট্টোপাধ্যায় ।
18-অ্যানাল স্কুল কে প্রতিষ্ঠা করে ?
Ans: ফারনান্দ ব্রদেল ।
19-চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন ?
Ans: সুন্দরলাল বহুগুণা ।
20- 2011 : নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন ?
Ans: মেধা পাটেকর ।
21- ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় ?
Ans: 1878 খ্রিস্টাব্দে ।
22-সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?
Ans: মহাফেজখানায় দিল্লিতে অবস্থিত ) ।
23-ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ?
Ans: বেঙ্গল গেজেট ( 1780 খ্রিস্টাব্দে , সম্পাদক অগাস্টাস হিকি ) ।
24-বঙ্গদর্শন পত্রিকা কবে , কার সম্পাদনায় প্রকাশিত হয় ?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় , 1872 খ্রিস্টাব্দে
2 ND (👇)
সংবাদ প্রভাকর ‘ – এর সম্পাদক ছিলেন—
(A) ভবানীচরণ
(B) ঈশ্বর
(C) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(D) মার্শম্যান
Ans: (B) ঈশ্বর
‘ বামাবোধিনী ‘ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন—
(A) সুকুমার দত্ত
(B) উমেশচন্দ্র দত্ত
(C) দেবকুমার দত্ত গুপ্ত
(D) সন্তোষকুমার দত্ত
Ans: (B) উমেশচন্দ্র দত্ত
বাংলায় সংবাদপত্রের সূচনা ঘটায়—
(A) সোমপ্রকাশ
(B) সমাচার দর্পণ
(C) বেঙ্গল গেজেট
(D) দিগদর্শন
Ans: (C) বেঙ্গল গেজেট
‘ গ্রামবার্ত্তা প্রকাশিকা ‘ – র সম্পাদক ছিলেন— (A) ভোলানাথ মুখোপাধ্যায়
(B) দীনবন্ধু মিত্র
(C) হরিনাথ চট্টোপাধ্যায়
(D) হরিনাথ মজুমদার
Ans: (D) হরিনাথ মজুমদার
জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয়—
(A) ১৮০০ খ্রিস্টাব্দে
(B) ১৮১৩ খ্রিস্টাব্দে
(C) ১৮২৩ খ্রিস্টাব্দে
(D) ১৮৩৩ খ্রিস্টাব্দে
Ans: (C) ১৮২৩ খ্রিস্টাব্দে
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন—
(A) রামমোহন রায়
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) কেশবচন্দ্র সেন
(D) আনন্দমোহন বসু
Ans: (C) কেশবচন্দ্র সেন
১৮৯৩ খ্রিস্টাব্দে বিশ্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়—
(A) ইংল্যান্ডে
(B) ফ্রান্সে
(C) মার্কিন যুক্তরাষ্ট্রে
(D) জার্মানিতে
Ans: (C) মার্কিন যুক্তরাষ্ট্রে
কোন খ্রিস্টান মিশনারি এদেশে ইংরেজি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ?
(A) রবার্ট মে
(B) ওয়ার্ড
(C) উইলিয়াম কেরি
(D) মার্শম্যান
Ans: (C) উইলিয়াম কেরি
ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম
(A) শাস্তিসুধা ঘোষ
(B) কল্পনা মিত্র
(C) প্রিয়ংবদা দেবী
(D) চন্দ্ৰমুখী বসু
Ans: (D) চন্দ্ৰমুখী বসু
বাংলায় কোন শতককে ‘ নবজাগরণের শতক ‘ বলা হয় ?
Ans: ঊনবিংশ শতককে ।
এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন ? Ans: উইলিয়াম জোন্স ( ১৭৮৪ খ্রিস্টাব্দে ) ।
মেকলে কে ছিলেন ?
Ans: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক – এর সচিব এবং ‘ মেকলে মিনিটস ’ – এর প্রবর্তক ছিলেন ।
চার্লস উড কে ছিলেন ?
Ans: বোর্ড অব কন্ট্রোলের সভাপতি ।
কোন গভর্নর জেনারেল এর আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয় ?
Ans: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক – এর সময়ে ।
স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
Ans: ডেভিড হেয়ার ।
কে ‘ স্ত্রীশিক্ষা বিধায়ক ‘ নামক পুস্তিকা প্রকাশ করেন ?
Ans: রাধাকান্ত দেব ( ১৮২২ খ্রিস্টাব্দে ) ।
কে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন ?
Ans: চার্লস উড তাঁর ডেসপ্যাচ বা নির্দেশনামার মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেন ।
হিন্দু কলেজ যাঁরা প্রতিষ্ঠা করেন তাঁদের নাম উল্লেখ করো ।
Ans: স্যার হাইড ইস্ট , বৈদ্যনাথ মুখোপাধ্যায় , রাধাকান্ত দেব ।
হিন্দু কলেজের পরবর্তীতে যে নাম হয় তা কী ?
Ans: প্রেসিডেন্সি কলেজ ।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কী ?
Ans: ‘ দিগ্দর্শন ’ ।
3RD (👇)
প্রথমবার চুয়াড় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন—
(A) বিরসা
(B) দুর্জন সিংহ
(C) মাধো সিং
(D) বুদ্ধ ভগৎ
Ans: (B) দুর্জন সিংহ
দামিন – ই – কোহ শব্দের অর্থ কী—
(A) পাহাড়ের প্রান্তদেশ
(B) পাহাড়ের চূড়া
(C) সাঁওতাল গ্রাম
(D) বিদ্রোহ
Ans: (A) পাহাড়ের প্রান্তদেশ
ওয়াহাবি আন্দোলনের সমসাময়িক বাংলায় তিতুমির – এর নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার নাম
(A) ওয়াহাবি
(B) পাগল পাখি
(C) তারিকা – ই – মহম্মদিয়া
(D) ফরাজি
Ans: (C) তারিকা – ই – মহম্মদিয়া
সাঁওতাল বিদ্রোহ হয়েছিল—
(A) ১৮৩১ খ্রিস্টাব্দে
(B) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(C) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(D) ১৮৬৫ খ্রিঃ
Ans: (B) ১৮৫৫ খ্রিস্টাব্দে
‘ ধরতি আবা ’ শব্দের অর্থ হলো—
(A) জলের ঈশ্বর
(B) পৃথিবীর ঈশ্বর বা পিতা
(C) সমুদ্রের দেবতা
(D) আকাশের দেবতা
Ans: (B) পৃথিবীর ঈশ্বর বা পিতা
বারাসত বিদ্রোহের নেতা ছিলেন—
(A) গোলাম মাসুম
(B) মৈনুদ্দিন
(C) তিতুমির
(D) সৈয়দ আহমেদ
Ans: (C) তিতুমির
খুৎকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে ?
(A) কোল
(B) ভিল
(C) সাঁওতাল
(D) মুন্ডা
Ans: (D) মুন্ডা
মুন্ডা বিদ্রোহের সূচনা হয় ?
(A) 1859
(B) 1899
(C) 1900
(D) 1905
Ans: (B) 1899
হুল শব্দের অর্থ কী ?
(A) ঠান্ডা
(B) ধারালো
(C) বিপ্লব
(D) বিদ্রোহ
Ans: (D) বিদ্রোহ
সাঁওতাল বিদ্রোহ কী নামে পরিচিত ?
(A) উলঘুলান
(B) হুল
(C) দার – উল – হারব
(D) দিকু
Ans: (B) হুল
চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল ?
Ans: ১৮২০-২১ খ্রিস্টাব্দে হয়েছিল ।
বিরসা মুন্ডা কবে মারা গিয়েছিলেন ? / কত খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার মৃত্যু হয় ।
Ans: ১৯০০ খ্রিস্টাব্দে ৯ জুন বিরসা মুন্ডা মারা যান ।
ফরাজি কথার অর্থ কী ?
Ans: ঈশ্বর নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য ।
১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে ?
Ans: তিনটি স্তরে ।
সুই মুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দেন ?
Ans: কোল বিদ্রোহ ।
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ans: হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।
সন্ন্যাসী বিদ্রোহের দু’জন নেতার নাম লেখো ।
Ans: ভবানী পাঠক , এবং দেবী চৌধুরাণী ।
ওয়াহাবি কথার অর্থ কী ?
Ans: নবজাগরণ ।
পাগলপন্থী বিদ্রোহে কে নেতৃত্ব দেন ?
Ans: ফকির করম শাহের পুত্র টিপু শাহ ।
দাদন কথার অর্থ কী ?
Ans: অগ্রিম অর্থ ।
নীলদর্পণ নাটক কে রচনা করেন ?
Ans: দীনবন্ধু মিত্র ।
4TH (👇)
গগনেন্দ্রনাথ ঠাকুর কোন শিল্পকর্মের জন্য বিখ্যাত ?
(A) ব্যঙ্গচিত্র
(B) প্রাকৃতিক চিত্র
(D) মিনিয়েচার
(C) তেল – রংয়ে চিত্র
Ans: (A) ব্যঙ্গচিত্র
‘ বর্তমান ভারত ’ প্রথম প্রকাশিত হয়—
(A) চন্দ্রভানু পত্রিকায়
(B) দিগদর্শনে
(C) উদ্বোধন পত্রিকায়
(D) হিকির গেজেটে
Ans: (C) উদ্বোধন পত্রিকায়
জমিদার সভা ছিল একটি –
(A) সামাজিক সংগঠন
(B) রাজনৈতিক সংগঠন
(C) অরাজনৈতিক সংগঠন ।
(D) ভারত সচিব
Ans: (B) রাজনৈতিক সংগঠন
মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন
(A) মহারানি ভিক্টোরিয়া
(B) ভাইসরয়
(C) লর্ড মাউন্টব্যাটেন
(D) ভারত সচিব
Ans: (A) মহারানি ভিক্টোরিয়া
নানা সাহেবের প্রকৃত নাম কী ?
(A) গোবিন্দ সিং
(B) গোবিন্দ ধন্দু পন্থ
(C) হজরত মহল
(D) আব্দুল ওয়াহাব
(A) লর্ড মাউন্টব্যাটেন
Ans: (B) গোবিন্দ ধন্দু পন্থ
১৮৫৭ খ্রিস্টাব্দে কাকে ‘ হিন্দুস্থানের সম্রাট ‘ বলে ঘোষণা করা হয় ?
Ans: মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ।
সাধারণ জ্ঞানোপার্জিকা সভার মুখপত্র কী ছিল ?
Ans: সাধারণ জ্ঞানোপার্জিকা সভার মুখপত্র ছিল Bengal Spectator
১৮৫৭ খ্রিস্টাব্দে কাকে ‘ হিন্দুস্থানের সম্রাট ‘ বলে ঘোষণা করা হয় ?
Ans: মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ।
জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?
Ans: জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর ।
১৮৫৭ – র বিদ্রোহকে কারা ‘ সিপাহি বিদ্রোহ ‘ বলেছেন ?
Ans: জন কে , রাজনারায়ণ বসু প্রমুখ ।
‘ হিন্দুমেলা ’ প্রথমে কী নামে পরিচিত ছিল ?
Ans: হিন্দুমেলা চৈত্রসংক্রান্তির দিনে শুরু হয় বলে প্রথমে নাম ছিল চৈত্রমেলা ।
কাকে বলা হয় স্বাধীনতার অগ্রদূত ?
Ans: কবি ঈশ্বর গুপ্তকে স্বাধীনতার অগ্রদূত বলা হয় ।
অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ans: শিশিরকুমার ঘোষ ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী ?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হলো দুর্গেশনন্দিনী ।
ভারতে কবে কোম্পানির শাসনের অবসান ঘটে ?
Ans: ১৮৫৮ সালের ২ আগস্ট ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে ।
4TH(👇)
ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়—
(A) ১৮১৫ খ্রিস্টাব্দে
(B) ১৮১৬ খ্রিস্টাব্দে
(C) ১৮১৭ খ্রিস্টাব্দে
(D) ১৮১৮ খ্রিস্টাব্দে
Ans: (C) ১৮১৭ খ্রিস্টাব্দে
রাজা প্রতাপাদিত্য রচনা করেন
(A) তারিণীচরণ মিত্র
(B) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(C) রামরাম বসু
(D) বিদ্যাসাগর
Ans: (C) রামরাম বসু
ছাপাখানার জনক বলে পরিচিত –
(A) জোহানেস গুটেনবার্গ
(B) উইলিয়াম কেরি
(C) মার্শম্যান
(D) স্যার জন ম্যাক
Ans: (A) জোহানেস গুটেনবার্গ
জন অ্যান্ড্রুজ ছাপাখানা গড়ে তোলেন –
(A) শ্রীরামপুরে
(B) হুগলিতে
(C) হাওড়ায় করেন
(D) কলকাতায়
Ans: (B) হুগলিতে
বাংলার গুটেনবার্গ ’ বলে পরিচিত –
(A) পঞ্চানন কর্মকার
(B) চার্লস উইলকিনস
(C) হেস্টিংস
(D) হ্যালহেড
Ans: (B) চার্লস উইলকিনস
ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি
(A) পঞ্চানন কর্মকার
(B) উইলিয়াম কেরি
(C) চার্লস উইলকিনস
(D) হালেদ
Ans: (C) চার্লস উইলকিনস
‘ হাফটোন ব্লক ‘ – এর ব্যবহার কোন প্রেসে প্রথম শুরু হয়
(A) ইউ রায় অ্যান্ড সন্স
(B) সংস্কৃত প্রেস
(C) গুপ্ত প্রেস
(D) রাজেন্দ্র লাইব্রেরি
Ans: (A) ইউ রায় অ্যান্ড সন্স
‘ ইস্ট ইন্ডিয়া কলেজ ’ অন্য যে নামে পরিচিত – (A) হিন্দু কলেজ
(B) বিদ্যাসাগর কলেজ
(C) ফোর্ট উইলিয়াম কলেজ
(D) কোনোটিই নয়
Ans: (C) ফোর্ট উইলিয়াম কলেজ
ভারতে মুদ্রণযন্ত্রের প্রচলন করে
(A) ফরাসিরা
(B) চিনারা
(C) পোর্তুগিজরা
(D) ডাচরা
Ans: (C) পোর্তুগিজরা
বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন—
(A) অবনীন্দ্রনাথ ঠাকুর
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) দ্বারকানাথ ঠাকুর
(D) রামমোহন রায়
Ans: (B) রবীন্দ্রনাথ ঠাকুর
কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল –
(A) 1921
(B) 1913
(C) 1955
(D) 1872
Ans: (A) 1921
বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন ? Ans: ১৯৪৮ খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ বসু ।
বিশ্বভারতীর আনুষ্ঠানিক সূচনা কবে হয়েছিল ?
Ans: ১৯২১ খ্রিস্টাব্দে ।
সর্বপ্রথম বাংলা অক্ষরের উন্নত টাইপ তৈরি করেন কে ?
Ans: সর্বপ্রথম বাংলা অক্ষরের উন্নত টাইপ তৈরি করেন পঞ্চানন কর্মকার ।
কারা ‘ শ্রীরামপুর ত্রয়ী ’ নামে পরিচিত ?
Ans: উইলিয়াম কেরি , জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড ‘ শ্রীরামপুর ত্রয়ী ‘ নামে পরিচিত ।
বিশ্বভারতী কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় ?
Ans: ১৯৫১ সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় ।
ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি বইয়ের নাম লেখো ।
Ans: ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি বই হিতোপদেশ । কলিকাতা
বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ?
Ans: কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ।
স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্যের নাম লেখো ।
Ans: স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্য রাধাকান্ত দেব ।
ভারতীয় উদ্যোগে কোথায় প্রথম ছাপাখানা গড়ে
Ans: ভারতীয় উদ্যোগে প্রথম ছাপাখানা খিদিরপুরে গড়ে ওঠে ।
টীকাঃ- 👇
১। টীকা লেখঃ ফরাজি আন্দোলন
২। টীকা লেখঃ বারাসাত বিদ্রোহ
৩। টীকা লেখঃ কোল বিদ্রোহ
৪। টীকা লেখঃ মুন্ডা বিদ্রোহ
৫। টীকা লেখঃ হিন্দু মেলা
৬। টীকা লেখঃ বঙ্গভাষা প্রকাশিকা সভা
৭। টীকা লেখোঃ উডের নির্দেশনামা
৮। টীকা লেখঃ ইয়ং বেঙ্গল আন্দোলন
******************************
1| মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
২। ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৩। উনিশ শতকে ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগে বাঙালির অবদান সংক্ষেপে আলোচনা করো।
৪। বাংলায় কারিগরি শিক্ষাবিস্তারে ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের’ ভূমিকা কী ছিল?
৫। ছাপাবইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সস্পর্ক বিশ্লেসণ করো।
৬। শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?
৭। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল?
৮ । শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
৯। উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?
১০। নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
Thanks & Regards
Subhajit Biswas
S&S Solution Unit
No comments:
Post a Comment