Monday, March 7, 2022

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তরবহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) প্রাকৃতিক ভূগোল | Madhyamik Geography Question and Answerমাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) প্রাকৃতিক ভূগোল Madhyamik Geography Question and Answer : মাধ্যমিক ভূগোল – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) প্রাকৃতিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion, Notes – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) প্রাকৃতিক ভূগোল থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Geography Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।








গোয়ার মান্দোভি নদীর উপর ভারতের কোন বিখ্যাত জলপ্রপাত দেখা যায় ? 

(A) যোগ জলপ্রপাত 

(B) অ্যাঞ্ছেল জলপ্রপাত 

(C) দুধসাগর জলপ্রপাত 

(D) দশম জলপ্রপাত 

Ans: (C) দুধসাগর জলপ্রপাত








1. উত্তর গােলার্ধে বায়ুপ্রবাহের দিকে পেছন করে দাঁড়ালে ডানদিকের থেকে বাঁদিকের বায়তে কম চাপ থাকে। একে বলে-

[A] ফেরেলের সূত্র     
[B] কোরিওলিস বল 
[C] বাইস ব্যালটসূত্র      
[D] কোনােটিই সঠিক নয়।
 
উত্তরঃ [C] বাইস ব্যালটসূত্র
 






2. কোরিওলিস শক্তির প্রভাবে বায়ুর –

[A] দিক বিক্ষেপ হয়।     
[B] গতিবেগের পরিবর্তন হয়   
[C] চাপের পরিবর্তন হয় 
[D] কোনােটিই হয় না
 
উত্তরঃ [A] দিক বিক্ষেপ হয়
 






3. ‘লু’বাতাস প্রবাহিত হয় যে ঋতুতে

[A] বর্ষাকালে      
[B] শীতকালে 
[c] বসন্তকালে      
[D] গ্রীষ্মকালে
 
উত্তরঃ [D] গ্রীষ্মকালে
 







4. ‘লু’ একটি

[A] স্থানীয় বায়ু     
[B] অনিয়মিত বায়ু 
[C] নিয়মিত বায়ু     
[D] সাময়িক বায়ু
 
উত্তরঃ [A] স্থানীয় বায়ু
 







5. উত্তর-পূর্ব আয়নবায়ুর গতিবেগ ঘণ্টায়

[A] 10 কিমি     
[B] 15 কিমি 
[C] 16 কিমি     
[D] 40 কিমি
 
উত্তরঃ [C] 16 কিমি
 







6. দক্ষিণ-পূর্ব আয়নবায়ুর গতিবেগ ঘণ্টায়

[A] 12 কিমি     
[B] 22 কিমি 
[C] 32 কিমি     
[D] 42 কিমি।
 
উত্তরঃ [B] 22 কিমি








বায়ুমণ্ডল ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্রজলের উল্লম্বদিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতনকে বলে

(a) সমুদ্রতরঙ্গ 
(b) সমুদ্রস্রোত
(C) সামুদ্রিক কার্য 
(d) সামুদ্রিক ভূমিরূপ

উত্তরঃ (a) সমুদ্রতরঙ্গ








সামুদ্রিক জলরাশির প্রায় নিয়মিতভাবে একস্থান থেকে অন্যস্থানে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে বলে

(a) সমুদ্রতরঙ্গ 
(b) সমুদ্রস্রোত 
(c) সামুদ্রিক কার্য 
(d) সামুদ্রিক ভূমিরূপ

উত্তরঃ (b) সমুদ্রস্রোত








সমুদ্রের বুকে জলে নিমজ্জিত যে বিশাল বিশাল চড়ার সৃষ্টি হয়, সেগুলিকে বলে

(a) ভগ্নচড়া 
(b) বালুচর 
(c) কোরাল রিফ 
(d) মগ্নচড়া

উত্তরঃ (d) মগ্নচড়া








নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রস্রোত হল

(a) শীতল স্রোত
(b) নাতিশীতোষ্ণ স্রোত 
(c) পৃষ্ঠস্রোত 
(d) অন্তঃস্রোত

উত্তরঃ (c) পৃষ্ঠস্রোত








গ্র্যান্ড ব্যাংক একটি


(a) মগ্নচড়া 
(b) নদীচড়া 
(c) সমুদ্রদ্বীপ 
(d) চড়া

উত্তরঃ (a) মগ্নচড়া









মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে যে বায়ুর প্রভাবে

(a) আয়ন বায়ু 
(b) পশ্চিমা বায়ু 
(c) মেরু বায়ু 
(d) মৌসুমি বায়ু

উত্তরঃ (a) আয়ন বায়ু







কোনো পদার্থ ব্যবহারের পর ওই পদার্থের বাতিল অংশকে আমরা বলি

(a) বর্জ্য 
(b) প্রয়াজেনীয় দ্রব্য 
(c) পুনঃব্যবহার্য দ্রব্য 
(d) সব ক-টি

উত্তরঃ (a) বর্জ্য






জীবজগতের সৃষ্ট বিষক্রিয়ার ভিত্তিতে বর্জ্যকে ক-টি ভাগে ভাগ করা যায় ?
(a) 1টি 
(b) 2টি 
(c) 3টি 
(d) 4টি

উত্তরঃ (b) 2টি







ভারতের কোন্ মহানগরে প্রতিদিনের (2010-11) কঠিন বর্জ্যের পরিমাণ সর্বাধিক?

(a) কলকাতা 
(b) দিল্লি 
(c) চেন্নাই 
(d) মুম্বাই

উত্তরঃ (b) দিল্লি







গৃহের প্রতিদিনের কাজে উৎপাদিত আবর্জনা হল

(a) কৃষিক্ষেত্রের বর্জ্য 
(b) শিল্প বর্জ্য 
(c) জৈব বর্জ্য 
(d) গৃহস্থালির বর্জ্য

উত্তরঃ (d) গৃহস্থালির বর্জ্য







কারাকোরামের উত্তরে ভারত ও চিন সীমান্তে কোন পর্বত রয়েছে ? 

(A) আগিল পর্বত 
(B) আরাবল্লি পর্বত 
(C) বিন্ধ্য পর্বত 
(D) নাঙ্গা পর্বত 

Ans: (A) আগিল পর্বত






সিন্ধুনদ ও শিয়ক নদীর মাঝে কোন পর্বতশ্রেণি অবস্থিত ? 

(A) নাঙ্গা পর্বত 
(B) বিন্ধ্য পর্বত 
(C) লাডাক পর্বতশ্রেণি 
(D) আরাবল্লি পর্বতশ্রেণি 

Ans: (C) লাডাক পর্বতশ্রেণি






ভারতের উচ্চতম মালভূমির নাম কী ? 

(A) সিয়াচেন 
(B) জম্মু 
(C) লাডাক 
(D) আকসাই 

Ans: (C) লাডাক 










লাডাক পর্বতশ্রেণির প্রধান গিরিপথ হলো— 

(A) ডাফলা 
(B) মিশমি 
(C) শিবালিক 
(D) খারদুংলা 

Ans: (D) খারদুংলা








ভারতে সবুজ বিপ্লবের জনক কে ? 

(A) ড : এম . এস . স্বামীনাথন 
(B) মেধা পাটেকর 
(C) সুন্দরলাল বহুগুণা 
(D) বাবা আমতে 

Ans: (A) ড : এম . এস . স্বামীনাথন 







কত সালকে রাষ্ট্রসংঘ ( UNO ) আন্তর্জাতিক ধান বর্ষ ( হিসেবে ঘোষণা করে ? 

(A) 2001 সালকে 
(B) 2004 সালকে 
(C) 2009 সালকে 
(D) 2010 সালকে 

Ans: (B) 2004 সালকে









ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত ? 
(A) দিল্লিতে 
(B) পুনেতে 
(C) কটকে 
(D) মুম্বাইয়ে 

Ans: (C) কটকে








পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত ? 

(A) পুসায় 
(B) মালদায় 
(C) বর্ধমানে 
(D) হুগলির চুঁচুড়াতে । 

Ans: (D) হুগলির চুঁচুড়াতে । 








বিশ্ব ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

(A) ম্যানিলাত ( ফিলিপিন্স ) 
(B) পুনে ( মুম্বাই ) 
(C) কলকাতা ( পশ্চিমবঙ্গ ) 
(D) সুইজারল্যান্ড 

Ans: (A) ম্যানিলাত ( ফিলিপিন্স )








ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত ? 

(A) পুসায় (দিল্লি ) 
(B) কলকাতায় 
(C) মুম্বাইয়ে 
(D) কটকে ( ওড়িশা ) 

Ans: (A) পুসায় (দিল্লি )





কোনো কেন্দ্রীয় ভরের মাধ্যাকর্ষণ শক্তির টানে পরিভ্রমণকারী বস্তুকে বলা হয়।

(a) ধুমকেতু 
(b) উপগ্রহ 
(c) উপগ্রহ চিত্র 
(d) পৃথিবী

উত্তরঃ (b) উপগ্রহ







উপগ্রহ যে পথ ধরে অবিরাম কোনো গ্রহের ঢারিদিকে ঘুরে চলেছে সেই পথকে বলে

(a) অক্ষপথ 
(b) রজ্জুপথ 
(c) রাজপথ 
(d) কক্ষপথ

উত্তরঃ (d) কক্ষপথ








পৃথিবীকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পরিভ্রমণ করে কোন্ প্রকার কৃত্রিম উপগ্রহ?

(a) জিওস্টেশনারি 
(b) সানসিনক্রোনাস 
(c) সেন্সর 
(d) রিসিভার

উত্তরঃ (b) সানসিনক্রোনাস








একটি জিওস্টেশনারি কৃত্রিম উপগ্রহের উদাহরণ হল ।
(a) ইনস্যাট 
(b) IRS 
(c) LANDSAT 
(d) কোনোটিই নয়

উত্তরঃ (a) ইনস্যাট











SAQ:-



একটি দুটি শব্দে উত্তর দাও :



1-একটি তরঙ্গশীর্ষ থেকে অপর তরঙ্গশীর্ষ পর্যন্ত দুরত্বকে কী বলে?

উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য





2-বর্ণালি অঞ্চলের উপবিভাগগুলিকে কী বলে?

উত্তরঃ ব্যান্ড






3- কত খ্রিস্টাব্দে IRS উৎক্ষেপিত হয় ?

উত্তরঃ 1988







4- কত খ্রিস্টাব্দে INSAT উৎক্ষেপিত হয় ?

উত্তরঃ 1992








5-ভারতের স্পেস কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

উত্তরঃ 1972







6-ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখাকে কী রং দ্বারা দেখানো হয়?

উত্তরঃ বাদামি









7- ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র কোন সংস্থা প্রকাশ করে?

উত্তরঃ সার্ভে অফ ইন্ডিয়া









 8-কৃত্রিম উপগ্রহ যে পথে পরিক্রমণ করে তাকে কী বলে?

উত্তরঃ কক্ষপথ








9-কৃত্রিম উপগ্রহ যে স্থানে অবস্থান করে তাকে কী বলে?

উত্তরঃ প্ল্যাটফর্ম








10-কোনো কেন্দ্রীয় ভরের মাধ্যাকর্ষণ শক্তির টানে পরিভ্রমণকারী বস্তুকে কী বলে?

উত্তরঃ উপগ্রহ








11. কীভাবে বায়ু প্রবাহের নামকরণ করা হয়?
 

উত্তর : বায়ু যেদিক থেকে আসে সেই দিক অনুসারে বায়ু প্রবাহের নামকরণ করা হয়।
 






12. হ্যারিকেন কী?
 

উত্তর : পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণর্বাত।
 






13. আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তে ক্রান্তীয় ঘূর্ণবাতকে কী বলে?
 

উত্তর : টর্নেডাে।
 







14. বায়ুর আপেক্ষিক আদ্রর্তা 100% হলে সেই বায়ুকে কী বলে?
 

উত্তর : পরিপৃক্ত বায়ু।
 








15. নিরক্ষীয় অঞলে কী জাতীয় বৃষ্টি হয়?
 

উত্তর : পরিচলন বৃষ্টি।
 









16. কোন মৌসুমি বাতাসের দ্বারা বৃষ্টি হয় না?
 

উত্তর : শীতকালীন মৌসুমি বাতাসের দ্বারা বৃষ্টি হয় না।
 







17. বৃষ্টিমাপক যন্ত্রের নাম কী?
 

উত্তর : বৃষ্টিমাপক যন্ত্রের নাম রেনগজ বা বৃষ্টিমাপক যন্ত্র।
 







1৪. বায়ুতে ভাসমান জলীয়বাষ্প যখন শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয়, তাকে কী বলে?
 

উত্তর : শিশির।
 







19. কোন বায়ু স্থলবায়ু ও সমুদ্রবায়ুর ব্যাপক সংস্করণ ?
 

উত্তর : মৌসুমি বায়ু।
 







20. লু’ বাতাস কোন্ সময় প্রবাহিত হয় ?
 

উত্তর : ‘লু’ বাতাস গ্রীষ্মকালে প্রবাহিত হয়।
 









21. একটি স্থানীয় বায়ুর নাম করাে।
 

উত্তর : ‘লু।
 








THANKS & REGARDS 
SUBHAJIT BISWAS
S&S Solution Unit 






No comments:

Post a Comment

Job Vacancy

#FREE_JOB #FREE_PLACEMENT #URGENT_JOINING #বিনামূল্যে চাকরি, কোনো চার্জ নেই !!!!!!   আমরা কোনো প্রার্থীর কাছ থেকে চার্জ নেব না *...