INDIRA GANDHI INTERNATIONAL AIRPORT Recruitment 2022 ~ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।









INDIRA GANDHI INTERNATIONAL AIRPORT Recruitment  2022 ~ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।















নমস্কার ,
আপনাদের সবাইকে S&S Solution Unit এ স্বাগত, আজ আমরা আলোচনা করবো রাজ্যে নতুন করে এ  দিল্লি airport এ  কর্মী নিয়োগের জন্য যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে (IGI AVIATION SERVICES PRIVATE LIMITED RECRUITMENT 2022) সেই বিষয়ে। যদি আপনি আমাদের এই পুরো প্রতিবেদনটা পড়েন তাহলে নিজেই আবেদন করতে পারবেন CUSTOMER SERVICE AGENT পদের জন্য এবং আপনাদের কাছে অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটা পড়ার জন্য । 












নিম্নে আলোচিত বিষয় :-

  •  পোস্টের নাম

  •  শিক্ষাগত যোগ্যতা

  •  বয়স

  •  বেতন

  •  শূন্যপদ

  • আবেদন পদ্ধতি

  •  নিয়োগ সক্রান্ত তথ্য










 ১- পোস্টের নাম :CUSTOMER SERVICE AGENT








শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃতি প্রাপ্ত 
বোর্ড থেকে Graduate পাশ করা থাকতে হবে। 







বয়স :- এক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাব হবে ০১/০১/২০২২ অনুযায়ী । 









বেতন :- এই পোস্টের জন্য প্রতি মাসে ১৫,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 










শূন্যপদ :- মোট ১০৯৫ টি শূন্যপদে নিয়োগটি করা হবে ।









 

-: আবেদন সংক্রান্ত বিষয় :-

 



আবেদন শুরুর তারিখ :- ০৫/০১/২০২২

আবেদনের শেষ তারিখ :- ৩১/০৩/২০২২









আবেদন পদ্ধতি :- ধাপে ধাপে আবেদন পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো ।



প্রথম ধাপ :- প্রথমে নিচে দেওয়া  লিংকে ক্লিক করে igiaviation delhi এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।


দ্বিতীয় ধাপ :- তারপর সঠিক এবং প্রয়োজনীয় তথ্য পূরন করতে হবে।



তৃতীয় ধাপ :- তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।


চতুর্থ ধাপ :- অবশেষে নিচে দেওয়া SUBMIT  BUTTON এ ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে হবে।












এখানে যতটা সম্ভব বিজ্ঞপ্তি দেখে আপনাদের সঙ্গে আলোচনা করা হলো। আবেদন করতে ইচ্ছুক হলে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখে তারপর আবেদন করুন)


বিঃদ্রঃ- উপরে যে সমস্ত তথ্য গুলো আলোচনা করা হলো আপনাদের সঙ্গে সমস্তটাই অফিশিয়াল নোটিশ বোর্ড ভিত্তি করে লেখা হয়েছে তো আপনারা আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো যাচাই  করে দেখে নেবেন তারপর আবেদন করবেন S&S Solution Unit কোন নিয়োগ সংস্থা নয় বা কোন রকম চাকরী দেয় না এবং যদি  আপনাদেরকে আমাদের ওয়েব সাইট এর নাম করে কোনো অসাধু ব্যক্তি যদি কোনও ভুল খবর দেয় বা চাকরির  লোভ  দেখাই । এবং সেই ফাঁদে আপনারা পা দেন এবং কোনো বিপদ হলে তার জন্য ওয়েব সাইট কর্তৃপক্ষ কোনো ভাবে দায়ী থাকবে না ।










Thanks & Regards
Subhajit Biswas 

Comments

Popular posts from this blog

WFH Job Vacancy 2023

Job Vacancy 2024