বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। BANDHAN BANK RECRUITMENT 2022
নমস্কার ,
আপনাদের সবাইকে S&S Solution Unit এ স্বাগত, আজ আমরা আলোচনা করবো নতুন করে BANDHAN BANK এ কর্মী নিয়োগের জন্য যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে (BANDHAN BANK RECRUITMENT 2022) সেই বিষয়ে। যদি আপনি আমাদের এই পুরো প্রতিবেদনটা পড়েন তাহলে নিজেই আবেদন করতে পারবেন PEON সহ আরও বিভিন্ন পদের জন্য এবং আপনাদের কাছে অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটা পড়ার জন্য।
নিম্নে আলোচিত বিষয় :- |
|
|
১) পোস্টের নাম :- ACCOUNTANT
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কর্মাস বিষয় নিয়ে গ্ৰ্যাজুয়েশন পাশ করা থাকতে হবে।
বয়স :- এক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ।
বেতন :- এই পোস্টের জন্য প্রতি মাসে ২২,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
শূন্যপদ :- মোট ১৯০ টি শূন্যপদে নিয়োগটি করা হবে।
২) পোস্টের নাম :- FINANCE AND ACCOUNTS
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কর্মাস বিষয় নিয়ে গ্ৰ্যাজুয়েশন পাশ করা থাকতে হবে।
- কমপক্ষে ৫ বছর FINANCE AND ACCOUNTS এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স :- এক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ।
বেতন :- এই পোস্টের জন্য প্রতি মাসে ২৫,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
শূন্যপদ :- মোট ১০০ টি শূন্যপদে নিয়োগটি করা হবে
৩)পোস্টের নাম :- পিওন (PEON)
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে।
- বাংলা ও ইংরেজি ভাষায় ভালো ভাবে লিখতে ও পড়তে জানতে হবে।
বয়স :- এক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।
বেতন :- এই পোস্টের জন্য প্রতি মাসে ১০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
শূন্যপদ :- মোট ৯০ টি শূন্যপদে নিয়োগটি করা হবে।
-: আবেদন সংক্রান্ত বিষয় :-
আবেদন শুরুর তারিখ :- ২৬/০৩/২০২২
আবেদনের শেষ তারিখ :- ২৮/০৪/২০২২
আবেদন পদ্ধতি :- ধাপে ধাপে আবেদন পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো।
প্রথম ধাপ :- প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে BANDHAN BANK এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
দ্বিতীয় ধাপ :- তারপর সঠিক এবং প্রয়োজনীয় তথ্য পূরন করতে হবে।
তৃতীয় ধাপ :- তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
চতুর্থ ধাপ :- অবশেষে নিচে দেওয়া SUBMIT BUTTON এ ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে হবে
Thanks & Regards
Subhajit Biswas
S&S Solution Unit
No comments:
Post a Comment