PUNJAB NATIONAL BANK JOB RECRUITMENT 2022 । রাজ্যে ব্যাংকে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ।

PUNJAB NATIONAL BANK JOB RECRUITMENT 2022 । রাজ্যে ব্যাংকে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ।
















নমস্কার ,
আপনাদের সবাইকে S&S Solution Unit এ  স্বাগত, আজ আমরা আলোচনা করবো রাজ্যে নতুন করে  রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের  কর্মী নিয়োগের জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (PUNJAB NATIONAL BANK JOB RECRUITMENT 2022) সেই বিষয়ে । যদি আপনি আমাদের এই পুরো প্রতিবেদনটা পড়েন তাহলে নিজেই আবেদন করতে পারবেন Group-D  পদের জন্য এবং আপনাদের কাছে অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটা পড়ার জন্য,,, 









আলোচিত বিষয় :-

  •  পোস্টের নাম

  •  শিক্ষাগত যোগ্যতা

  •  বয়স

  •  বেতন

  •  শূন্যপদ

  • আবেদন পদ্ধতি

  •  নিয়োগ সক্রান্ত তথ্য








পোস্টের নাম :- SWEEPER (সুইপার) 


শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে অন্তত মাধ্যমিক পাশ করা থাকতে হবে।  এবং অষ্টম শ্রেণী পাস হলো আবেদন করতে পারবে ।


বয়স :- ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। শুধু মাত্র SC/ST/OBC প্রার্থী দের ১৮ থেকে ২৯ বছর এবং বয়সের হিসাব হবে ০১/০১/২০২২ অনুযায়ী



শূন্যপদ :-  এই পোস্টের জন্য মোট ৫৫টি (UR-21, SC-12, ST-3, OBC-13, EWS-6) শূন্যপদে নিয়োগটি করা হবে।


বেতন :- মাসে ১৪০০০/- থেকে ২৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে ।


এই পদের জন্য আবেদনকারীকে উত্তর 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ।










আবেদন সংক্রান্ত বিষয়:-

 :- PNB/CO24PGS(N)/HRD/ADV/I/20-22

আবেদন শুরুর তারিখ :- ১৪/০১/২০২২

আবেদন শেষ তারিখ :- ২৫/০১/২০২২

আবেদনের মাধ্যমে :- অফলাইন পদ্ধতি







আবেদন পদ্ধতি :- নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন পত্রের ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে তারপর সঠিক প্রয়োজনীয় তথ্য পূরন করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে নিম্নে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 










আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- CHIEF MANAGER, HRD DEPARTMENT, PANJAB NATIONAL BANK, CIRCLE OFFICE-NORTH 24 PARGANAS, 84A JOSSORE ROAD, BARASAT, KOLKATA - 700124







প্রয়োজনীয় ডকুমেন্ট :-


১) সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি ।

২) জন্মের প্রমাণ পত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের Admit Card।

৩) আবেদন পত্রের ফর্ম (ফিলাপ করা) ।

৪) SC/ST/OBC সার্টিফিকেট যদি থাকে।

৫) স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড ইত্যাদি ।

৬) লাস্ট কোয়ালিফিকেশনের সার্টিফিকেট ।












এখানে যতটা সম্ভব বিজ্ঞপ্তি দেখে আপনাদের সঙ্গে আলোচনা করা হলো। আবেদন করতে ইচ্ছুক হলে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখে তারপর আবেদন করুন)

বিঃদ্রঃ- উপরে যে সমস্ত তথ্য গুলো আলোচনা করা হলো আপনাদের সঙ্গে সমস্তটাই অফিশিয়াল নোটিশ বোর্ড ভিত্তি করে লেখা হয়েছে তো আপনারা আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো যাচাই  করে দেখে নেবেন তারপর আবেদন করবেন। S&S Solution Unit  কোন নিয়োগ সংস্থা নয় বা কোন রকম চাকরী দেয় না এবং যদি  আপনাদেরকে আমাদের ওয়েব সাইট এর নাম করে কোনো অসাধু ব্যক্তি যদি কোনও ভুল খবর দেয় বা চাকরির  লোভ  দেখাই । এবং সেই ফাঁদে আপনারা পা দেন এবং কোনো বিপদ হলে তার জন্য ওয়েব সাইট কর্তৃপক্ষ কোনো ভাবে দায়ী থাকবে না ।






Thanks & Regards
S&S Solution Unit
Subhajit Biswas 

Comments

Popular posts from this blog

WFH Job Vacancy 2023

Business Idea

Get Best Prize New Desktops