Sunday, October 16, 2022

Axis Bank Job 2022








মাধ্যমিক পাশে ১০ হাজারেরও অধিক শূন্যপদে Axis Bank এ কর্মী নিয়োগ, সরাসরি আবেদন করলেই চাকরি








আপনি কি ছেলেবেলা থেকেই কোনো সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন মনে আঁকড়ে ধরে বড়ো হয়েছেন? আর সেই অনুযায়ী নিজেকে তৈরি করেছেন? বহুবার ব্যাঙ্কের চাকরির পরীক্ষা দিয়েও সফল হতে পারেননি? তাহলে আপনার জন্য একটি বড় সুখবর রয়েছে। যার হাত ধরে আপনি খুব সহজেই আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এবং আপনার ছোট বেলার স্বপ্ন পূরণ করতে পারবেন। আর আপনাদের এই স্বপ্ন পূরণের পথ দেখাবে আমাদের কেন্দ্রীয় সরকার অনুমোদিত Axis Bank।  কিন্তু কিভাবে দেখাবে? তাহলে শুনুন Axis Bank এর তরফ থেকে গ্ৰুপ সি ও ডি শূন্যপদে ১০ হাজারেরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।



শূন্যপদ গুলির নাম:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রকার শূন্যপদে নিয়োগ করা হবে এবং সেগুলি হল- Unit Management Officer, Officer Sales SA, Relationship Manager RO, RO-SS, Lone Sales, Customer Service, Customer Handling, Branch Relationship Officer, CSO, Regional Business Officer, Customer Sales Manager, Assistant Manager আরও অনেক পদে।




শিক্ষাগত যোগ্যতা ও বয়স:- উপরিউক্ত সমস্ত পদ গুলির মধ্যে গ্ৰুপ সি পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং তার পাশাপাশি কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকলে ও ভালো হয়। তবে যারা স্নাতক ডিগ্ৰি পাস করেছেন তারাও এই পদ গুলির জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে গ্ৰুপ ডি পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং এখানে উল্লেখিত প্রত্যেকটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। এখানে আবেদনকারী সফল চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ১৯,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।




আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:- আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করা।

২) আধার কার্ড স্ক্যান করা ‌

৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস স্ক্যান করা।

৪) আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা।

৫) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।


নিয়োগ পদ্ধতি:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এবং সেই শর্টলিস্টে যাদের নাম থাকবে তাদের E-mail এর মাধ্যমে ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে। এই ইন্টারভিউ তে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।




আবেদন করার শেষ তারিখ:- এখানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন কিছুদিন চলবে। তাই যারা আবেদন করার জন্য যোগ্য ও ইচ্ছুক তারা আর বেশি দেরি না করে আজই আবেদন করে ফেলুন।





Thanks & Regards
Subhajit Biswas 
S&S Solution Unit 



No comments:

Post a Comment

Job Vacancy

#FREE_JOB #FREE_PLACEMENT #URGENT_JOINING #বিনামূল্যে চাকরি, কোনো চার্জ নেই !!!!!!   আমরা কোনো প্রার্থীর কাছ থেকে চার্জ নেব না *...